হযরত মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান (রাঃ) এর জীবনী হযরত মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান (রাঃ) ছিলেন রাসুল সাঃ এর সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবি এবং একজন জলীল কদর সাহাবী। তিনি ৬৩০ খ্রীঃ ইসলাম গ্রহণ করেন।তিনি তার পিতা আবু সুফিয়ান মক্কা বিজয়ের বছর ইসলাম গ্রহণ করেন। ওয়াকেদি বলেন , হুদায়াবিয়ার সন্ধির পর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তবে বিষয়টি গোপন রেখেছিলেন। পরবর্তী সময়ে মক্কা বিজয়ের সময় প্রকাশ করেছিলেন।যদিও ঐতিহাসিক গণ তার শাসনব্যবস্থা নিয়ে সমালোচনা করেছেন।যেহেতু তিনি একজন মহান সাহাবি ছিলেন তাই তার সমালোচনা না করাই আমাদের জন্য উত্তম।তার শাসনব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হলো। জন্ম ও পরিচয়ঃ মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান ৬০২ সালের ২৯ এপ্রিল জন্ম গ্রহণ করেন। কারো মতে ৬০৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। রাসুল (সা.)-এর হিজরতের সময় তাঁর বয়স ছিল ১৮ বছর। তাঁর বংশ পঞ্চম পুরুষে এসে রাসুল (সা.)-এর বংশের সঙ্গে মিলে যায়। তিনি উম্মুল মুমিনীন উম্মে হাবিবা (রা.)-এর সহোদর ভাই ছিলেন। রাসুল সাঃ এর সাহাবিঃ মুয়াবিয়া (রা.) আল্লাহপ্রদত্ত অ...
হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাঃ এর জীবনী